তারেক রহমানের বক্তব্যে ব্যবসায়ীদের কনফিডেন্স বাড়বে: বিইএফ সভাপতি
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, তাতে ব্যবসায়ীদের মধ্যে আস্থা বা কনফিডেন্স ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি এবং বিকেএমইএ-র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
তিনি বলেছেন, এই বক্তব্য কেবল ব্যবসায়ী সমাজ নয়, দেশের সাধারণ মানুষের জন্যও নতুন দিকনির্দেশনা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ফজলে শামীম এহসান বলেন, 'আমরা তার বক্তব্যকে খুবই পজিটিভলি দেখছি। ১৭ মিনিটের বক্তব্যে তিনি নিজের বা পরিবারের ওপর বিগত সরকারের নিপীড়নের বিষয়ে কোনো বিদ্বেষ বা নেতিবাচক কথা বলেননি। বরং তিনি নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং পরিবর্তনের কথা বলেছেন। আমরা ব্যবসায়ীরা আসলে এমন বক্তব্যই খুঁজছিলাম।'
তিনি মনে করেন, প্রতিহিংসার রাজনীতির বদলে তারেক রহমানের এই ভবিষ্যৎমুখী বক্তব্য ব্যবসায়িক পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা।
দলের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে এই ব্যবসায়ী নেতা বলেন, 'দলের মধ্যে যারা এখনো পুরোনো ধ্যান-ধারণা নিয়ে চলে বা যারা খারাপ তাদের মাইন্ডসেট যদি তিনি পরিবর্তন করতে পারেন, তাহলে বাংলাদেশে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।'
