১৬ ডিসেম্বরই চালু হচ্ছে এনইআইআর, ৩ মাসের গ্রেস পিরিয়ড পাবেন গ্রে মার্কেটের ব্যবসায়ীরা
অবৈধ মোবাইল ফোন বন্ধের জন্য ন্যাশনাল ইক্যুয়েপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন (এনইআইআর) ১৬ ডিসেম্বরই চালু করবে সরকার। তবে গ্রে মার্কেটের ব্যবসায়ীদের প্রস্তুতির জন্য তাদেরকে আগামী তিনমাস সময় দেওয়া হয়েছে। এই সময়ে বিক্রি হওয়া কোনো ফোনই বন্ধ হবে না।
বুধবার (১০ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সময়সীমায় গ্রে মার্কেট ব্যবসায়ীদের বিক্রি করা কোনো মোবাইল হ্যান্ডসেট ব্লক করা হবে না। এই সময়ের মধ্যে সরকার ব্যবসায়ীদের জন্য এলসি প্রক্রিয়া সহজ করা, শুল্ক কমানো এবং আমদানি করা ডিভাইস বৈধ করার পথ তৈরি করার উদ্যোগ নেবে।
মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মোহাম্মদ আসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'সরকারের সিদ্ধান্তের ফলে আজ থেকে মোবাইল ব্যবসায়ীরা তাদের আন্দোলন স্থগিত করবে।'
ব্যবসায়ী ও মোবাইল ফোন প্রস্তুতকারকদের মধ্যে সমঝোতার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আগামীকাল আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করবে।
