ট্রাম্প র্যালিতে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ নিয়ে যা বললেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠানে দুবার নাৎসি ভঙ্গিতে অভিবাদন জানানোর মতো হাত ইশারা করেছিলেন ইলন মাস্ক। আর এ নিয়েই সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে, তিনি নিজেই সমালোচনাকে উপেক্ষা করেছেন। খবর বিবিসি'র।
সোমবারের (২০ জানুয়ারি) অনুষ্ঠানটিতে মাস্ক দর্শকদের ধন্যবাদ জানানোর পর তার ডান হাত বুকের ওপর রাখেন এবং এরপর একই হাত সোজা সামনে বাড়িয়ে দেন। এরপর তিনি পেছনে বসা দর্শকদের উদ্দেশ্যে একই ভঙ্গি পুনরাবৃত্তি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কিছু ব্যক্তি এই ভঙ্গিটিকে নাজি সাল্যুটের মতো বলে দাবি করেছেন, যদিও অনেকে এর সঙ্গে একমত হননি।
প্রতিক্রিয়া জানাতে স্পেসএক্স এবং টেসলার প্রধান ইলন মাস্ক এক্স-এ পোস্টে লিখেছেন, "সত্যি বলতে, তাদের ভালো কৌশল দরকার। 'প্রত্যেকে হিটলার' আক্রমণটা অনেকটা পুরোনো হয়ে গেছে।"
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মাস্ক ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান এরিনায় বক্তৃতা দেওয়ার সময় ওই ভঙ্গি করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পাশাপাশি মাস্কের উদ্দেশ্য নিয়ে মতবিরোধ দেখা দেয়।
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রুথ বেন-ঘিয়াত বলেন, "এখানে ফ্যাসিবাদের ইতিহাসবিদ রয়েছেন। এটি একটি নাজি সাল্যুট এবং এটি খুব আক্রমণাত্মক ছিল।"
তবে, অ্যান্টি-ডিফেমেশন লিগ (অ্যান্টি-সেমিটিজমের বিরুদ্ধে কাজ করা একটি সংগঠন) তার সাথে একমত হয়নি।
সংগঠনটি এক্স-এ এক পোস্টে লিখেছে, "মনে হচ্ছে, ইলন মাস্ক উত্তেজনার মুহূর্তে একটি অস্বস্তিকর ভঙ্গি করেছিলেন। এটি নাজি সাল্যুট ছিল না।"
এলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী আন্দ্রিয়া স্ত্রোপ্পা, যিনি তাকে ফার-রাইট ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে পরিচয় করিয়েছেন, ইতালীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাস্কের সেই ভিডিও পোস্ট করে লিখেছিলেন: "রোমান সাম্রাজ্য আবার ফিরে এসেছে, রোমান সাল্যুট দিয়ে।"
রোমান সাল্যুট ব্যবহার করেল বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি। পরে হিটলারও এটি ব্যবহার করেছিলেন।
স্ত্রোপ্পা পরে পোস্টটি মুছে ফেলেন এবং দাবি করেন, "যে ভঙ্গিটিকে কেউ নাজি সাল্যুট মনে করেছিল, সেটি দিয়ে আসলে ইলন, যিনি অটিজমে আক্রান্ত, তার অনুভূতি প্রকাশ করছেন, 'আমি তোমাদের প্রতি আমার হৃদয় দিতে চাই' বলে।"
তিনি আরও বলেন, "এটি তিনি মাইক্রোফোনে ঠিক এমনভাবেই জানিয়েছিলেন। ইলন চরমপন্থিদের পছন্দ করেন না!"
এ ঘটনা এমন সময় ঘটল যখন মাস্কের রাজনীতি ক্রমশ ডানপন্থি হয়ে উঠছে। তিনি সম্প্রতি জার্মানির কট্টর-ডানপন্থি এফডি পার্টি এবং ব্রিটেনের অভিবাসন-বিরোধী পার্টি রিফর্ম ইউকে-এর প্রতি সমর্থন জানিয়েছেন।
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের কাছে নাজি সাল্যুটের তুলনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ইউরোপ এবং জার্মানিতে আমাদের বক্তব্যের স্বাধীনতা রয়েছে। তবে, আমরা কট্টর-ডানপন্থি অবস্থান সমর্থন করতে দিতে পারি না। আর আমি এটি আবারও উল্লেখ করতে চাই।"
মাস্ক এখন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং তাকে প্রশাসনিক দক্ষতা বিভাগের সহ-নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।