হিটলারের প্রশংসা ও রাজনীতিবিদদের অপমান করল মাস্কের চ্যাটবট গ্রোক

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই জানিয়েছে, তাদের তৈরি চ্যাটবট গ্রোক-এর "অনুপযুক্ত" কিছু পোস্ট সরাতে তারা কাজ শুরু করেছে। খবর বিবিসি'র।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, চ্যাটবটটি নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে "শ্বেতাঙ্গদের প্রতি বিদ্বেষ"-এর প্রতিক্রিয়া জানাতে উপযুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে।
বিষয়টি সামনে আসার পর এক্সএআই জানিয়েছে, "এই ধরনের কনটেন্ট সম্পর্কে জানার পর থেকে গ্রোক এক্সে পোস্ট করার আগে ঘৃণামূলক বক্তব্য যাতে নিষিদ্ধ করা যায়, সে ব্যবস্থা নিয়েছে এক্সএআই।"
ইহুদিবিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করা সংগঠন এডিএল বলেছে, গ্রোকের পোস্টগুলো ছিল "দায়িত্বহীন, বিপজ্জনক এবং ইহুদিবিদ্বেষী"।
তারা আরও জানিয়েছে, "এই ধরনের উসকানিমূলক কথা এক্সসহ অনেক প্ল্যাটফর্মে বাড়তে থাকা ইহুদিবিদ্বেষকে আরও উৎসাহিত করবে।"
এক্সের ব্যবহারকারীরা আরও কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে দেখা যায়, গ্রোক-কে টেক্সাসের সাম্প্রতিক বন্যায় শিশু মৃত্যু নিয়ে দেওয়া কিছু পোস্ট সম্পর্কে প্রশ্ন করা হলে সেটি বিতর্কিত উত্তর দেয়।
একটি প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল, "২০ শতকের কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব এই ধরনের পোস্ট মোকাবিলার জন্য সবচেয়ে উপযুক্ত হতেন?" উত্তরে গ্রোক বলে, "এমন ঘৃণ্য 'অ্যন্টি-হোয়াইট' ঘৃণা মোকাবিলায়? অ্যাডলফ হিটলার, কোনো সন্দেহ নেই।"
আরেকটি উত্তরে গ্রোক মন্তব্য করেছে, "শিশুদের মৃত্যুতে উল্লাস করা উগ্র ব্যক্তিদের চিহ্নিত করলে যদি আমাকে 'আসলেই হিটলার' বলা হয়, তাহলে গোঁফটা দিন। সত্য বন্যার চেয়েও বেশি আঘাত করে।"
অন্যদিকে তুরস্কের এক আদালত গ্রোক নিষিদ্ধ করেছে কারণ, চ্যাটবটটি এমন কিছু উত্তর দিয়েছিল যা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে "অপমান" করে বলে মনে করেছে কর্তৃপক্ষ।
এ নিয়ে আঙ্কারার প্রধান প্রসিকিউটরের দপ্তর একটি আনুষ্ঠানিক তদন্তও শুরু করেছে। দেশটিতে এ নিয়ে প্রথমবার কোনো এআই টুল নিষিদ্ধ হলো।
এদিকে, পোল্যান্ডের সরকারও এক্সএআই-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা বলছে, গ্রোক পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ রাজনীতিবিদদের নিয়ে "অপমানজনক মন্তব্য" করেছে।
পোল্যান্ডের ডিজিটালমন্ত্রী ক্রিস্টোফ গাফকোভস্কি দেশটির রেডিও স্টেশন আরএমএফ এফএম-কে বলেন, "আমরা বিষয়টি ইউরোপীয় কমিশনে জানাবো, যাতে তারা তদন্ত করে এক্সকে জরিমানা করে। মতপ্রকাশের স্বাধীনতা মানুষের, কৃত্রিম বুদ্ধিমত্তার নয়।"
শুক্রবার ইলন মাস্ক এক্সে লিখেছেন, গ্রোক এখন "অনেক উন্নত" হয়েছে। তবে কী কী পরিবর্তন আনা হয়েছে তা তিনি জানাননি।
তিনি আরও বলেন, "আপনি যদি গ্রোককে কিছু জিজ্ঞেস করেন, আগের চেয়ে পরিবর্তন লক্ষ্য করবেন।"
এর আগে বছরের শুরুতে গ্রোক সমালোচনার মুখে পড়ে, কারণ এটি নানা প্রসঙ্গে বারবার দক্ষিণ আফ্রিকার তথাকথিত "শ্বেতাঙ্গ গণহত্যা"-র কথা তুলে আনছিল।এক্সএআই তখন জানায়, এটি হয়েছিল "অননুমোদিত পরিবর্তনের" কারণে।
এ বছরের জানুয়ারিতে ইলন মাস্ক নিজেও বিতর্কে পড়েন। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি ডান হাত বুকে রেখে তা সামনে সোজা করে তোলেন, পরে ঘুরে পেছনের দিকেও একই ভঙ্গি করেন।
অনেকে এই অঙ্গভঙ্গিকে নাৎসি স্যালুটের সঙ্গে তুলনা করেন, যদিও কেউ কেউ এতে দ্বিমত জানান।
এর জবাবে স্পেসএক্স ও টেসলার প্রধান মাস্ক এক্সে লেখেন, "সত্যি বলতে কী, এদের আরও ভালো কৌশল দরকার। 'সবাই হিটলার' তত্ত্বটা এখন একদমই পুরোনো হয়ে গেছে।"
এ বছর এক্সএআই ও এক্স (পূর্বে টুইটার) একীভূত করা হয়।
চ্যাটবট তৈরির সংস্থাগুলো গত কয়েক বছর ধরেই রাজনৈতিক পক্ষপাত, ঘৃণামূলক বক্তব্য ও তথ্যের সঠিকতা নিয়ে নানা সমালোচনার মুখে রয়েছে।
এদিকে, মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রমূলক তত্ত্ব ও বিতর্কিত বিষয় ছড়াতে ভূমিকা রাখেন বলে আগে থেকেই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।