যেদিন রোবটের জন্ম হয়েছিল!

১৯৮৭ সালের পল ভারহোভেন পরিচালিত আমেরিকান অ্যাকশন ফিল্মের 'রোবোকপ', ভারতের রজনীকান্তের 'চিট্টি' কিংবা সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া 'সোফিয়া'; রোবটের কথা চিন্তা করলে আমাদের মনের মাঝে সবসময় মানব আকৃতির হিউম্যানওয়েড রোবটের কথাই ভেসে ওঠে যেটি কিনা মানুষের মতো হাঁটতে পারে, কথা বলতে পারে বা সকল ধরনের কাজ করতে পারে।
কিন্তু রোবট মানেই যে মানব আকৃতির হতে হবে এ ধারণা ভুল। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রিটেইলার ওয়ালমার্ট মেঝে পরিষ্কার করতে রোবট ব্যবহার করছে, সেটি দেখতে কোনোভাবেই মানুষের মতো নয়। রোবট শুধুই একটি যান্ত্রিক যন্ত্র, যা বিভিন্ন ক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে কাজ করে।
রোবট সম্পর্কে লেখার জন্য এবং রোবোটিক্সের তিনটি অলিখিত আইন তৈরির জন্য আইজ্যাক আসিমভ নামটি বেশ বিখ্যাত। পেশায় প্রাণরসায়নবিদ এ আমেরিকান লেখক তার বৈজ্ঞানিক কল্পকাহিনি এবং বিজ্ঞান সাহিত্যে তার অসাধারণ অবদানের জন্য পরিচিত।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তার এ কর্মজীবনে তিনি ৫০০ টিরও বেশি বই এবং আনুমানিক ৯০ হাজার চিঠি এবং পোস্টকার্ড রচনা বা সম্পাদনা করেছেন। তিনি তার ফাউন্ডেশন সিরিজ, রোবট সিরিজ এবং গ্যালাকটিক এম্পায়ার সিরিজের জন্য সবচেয়ে বিখ্যাত, যা বৈজ্ঞানিক কথাসাহিত্যের সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত হয়।
আসিমভের রোবটের যে তিনটি বৈশিষ্টের কথা উল্লেখ করেছেন তা হলো: (১) একটি রোবট একজন মানুষকে আঘাত করতে পারে না। (২) একটি রোবটকে অবশ্যই মানুষের দেওয়া আদেশ মানতে হবে (যদি না এটি প্রথম আইনের সাথে সাংঘর্ষিক হয়), এবং (৩) একটি রোবটকে অবশ্যই তার নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে (যদি না এটি প্রথম বা দ্বিতীয় আইনের সাথে দ্বন্দ্ব করে)। এর পরে অনেক লেখকই তার তৈরি করে দেওয়া এ রোবট আইনের ওপর নিজের মতো করে কাজ করেছেন।
তবে 'রোবট' শব্দটি উদ্ভাবন করেননি তিনি। শব্দটি এর আগে থেকেই ছিল। তাহলে 'রোবট' শব্দটি বা এর ধারণাটি আসলো কোথা থেকে?
রোবটের প্রাথমিক ধারণাটি চেক লেখক কারেল ক্যাপেকের নাটক আর.ইউ.আর. (রোসাম ইউনিভার্সাল রোবট) থেকে এসেছে, যা ১৯২১ সালের ২৫ জানুয়ারি চেকিয়ার প্রাগে প্রিমিয়ার হয়েছিল। রোবট শব্দটি চেক শব্দ 'রোবোটা' থেকে উদ্ভূত, যার মানে 'জোরপূর্বক শ্রম'।
আর.ইউ.আর নাটকের রোবটগুলো স্টার ওয়ার্স বা দ্য উইজার্ড অফ ওজের মতো চলচ্চিত্রগুলোর সাথে পরিচিত রোবটগুলোর থেকে বেশ আলাদা। রোবটগুলো ধাতব এবং সার্কিটের তৈরি রোবটগুলোর মতো নয় যা আমরা আজ প্রায়শই চিন্তা করি। পরিবর্তে, তারা মানব দেহের বিভিন্ন অংশের অনুরূপ ভ্যাট মিশ্রণে একটি জৈবিক পদার্থ থেকে তৈরি। নাটকে এই রোবটগুলোকে মানুষের মতো দেখতে ডিজাইন করা হয়েছিল অনেকটা ব্লেড রানারের রোবটগুলোর অনুরূপ; যাদেরকে টুরিং টেস্ট নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তার একটি পরীক্ষা ব্যতীত প্রকৃত মানুষ থেকে আলাদা করা যেত না।

নাটকে, রোবটগুলোকে নিখুঁত কর্মী হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে যারা কোনোরূপ বিভ্রান্তি ছাড়া কাজ করতে পারে। তাদের উদ্ভাবক বিশ্বাস করেন যে তিনি এ রোবট তৈরি করে স্বর্গ তৈরি করেছেন কারণ মানুষকে আর কাজ করতে হবে না।
প্রত্যাশা মতোই নাটকটি শেষ হয় করুণভাবে। রোবটগুলো তাদের মানব প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং মানব সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেয়। এআই বা রোবট তার নির্মাতাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর এই ধারণাটি নতুন নয়, যেমনটি দ্য টার্মিনেটর এবং ২০০১: এ স্পেস ওডিসির মতো চলচ্চিত্রগুলোতে দেখা যায়। টার্মিনেটরে স্কাইনেট আত্মসচেতন হয়ে ওঠে এবং মানুষ হত্যা শুরু করে।
শেষ দৃশ্যে, একজন মানুষ একটি রোবটকে জিজ্ঞাসা করে কেন তারা মানুষকে হত্যা করছে, এবং রোবটটি প্রতিক্রিয়া জানায় যে মানুষ ইতিহাস এবং সাহিত্যের মাধ্যমে তাদের হত্যা এবং আধিপত্য বিস্তার করতে শিখিয়েছে।
আর.ইউ.আর. ১৯৩৮ সালের ১১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩.২০ মিনিটে বিবিসি টেলিভিশনে প্রচারিত হয়। এতে অভিনয় করেছেন হার্ভে ব্রাবান, উইলিয়াম লিয়ন ব্রাউন, চেরি কটরেল, ডেসমন্ড ডেভিস, অ্যানি এসমন্ড, জুডিথ জিক, স্টিফেন জ্যাক, গর্ডন ম্যাকলিওড, ল্যারি সিলভারস্টোন।

মজার ব্যাপার হলো রোবটকে আমরা প্রযুক্তিগত অগ্রগতির ধারক হিসেবে চিন্তা করলেও এই শব্দটি আদতে একটি নাটক থেকে এসেছে যা কিনা মূলত প্রযুক্তিকে ভয় পাওয়া নিয়ে। তবে প্রযুক্তি সম্পর্কে ভয় পাওয়া নতুন কিছু নয় - অনেক সংস্কৃতিতে এটি সম্পর্কে গল্প রয়েছে।
গ্রিক-রোমান সংস্কৃতিতে আমরা প্রমিথিউসের পৌরাণিক কাহিনি পাই, যাকে দেবতাদের কাছ থেকে আগুন চুরির জন্য শাস্তি দেওয়া হয়েছিল। ক্যাপেকের কয়েক দশক আগে মেরি শেলি লিখেছিলেন ফ্রাঙ্কেনস্টাইন বা দ্য মডার্ন প্রমিথিউস, যেখানেও প্রযুক্তি নিয়ে ভীতির কথা লেখা ছিল।
নাটকটি অবশ্য পুরোপুরি মৌলিক ছিল না, গোলেমের পৌরাণিক কাহিনীর মতো প্রভাবের উপর ভিত্তি করে তৈরি করা। তবে এর মাধ্যমে 'রোবট' শব্দটি বিশ্বে প্রবর্তিত হয়েছে।
একটা ভাষাগত ধাঁধা: রোবট শব্দটি চেক থেকে 'দাস' হিসেবেও অনুবাদ করা যেতে পারে। অনেক লাতিন বা অন্যান্য কিছু ভাষায় (যেমন ইংরেজি) দাস শব্দটি এসেছে স্লাভিক শব্দ থেকে। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই যখন আর.ইউ.আর নাটকটির প্রিমিয়ার হয়, প্রাগ ছিল চেকোস্লোভাকিয়ার রাজধানী। স্লোভাকিয়া (এবং স্লোভেনিয়া) নামগুলোও "স্লাভিক" শব্দ থেকে উদ্ভূত হয়েছে এবং চেক একটি স্লাভিক ভাষা। অতএব, দাস স্লাভিক থেকে এসেছে, এবং স্লাভিক ভাষায় দাসকে সংজ্ঞায়িত করে এমন শব্দটি আমাদের রোবট শব্দটি দেয়।
ভাবানুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন