দেশজুড়ে জ্বালানি স্টেশনে সাইবার হামলার শিকার ইরান, জানালেন দেশটির তেলমন্ত্রী

ইরানের পেট্রলপাম্পগুলোয় সাইবার হামলা হয়েছে। দেশব্যাপী এই হামলায় ব্যাহত হয়েছে জ্বালানি তেল বিক্রির কার্যক্রম। সোমবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির তেলমন্ত্রী জাভেদ ওজি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সাইবার হামলার ফলে দেশটির প্রায় সকল জ্বালানি পাম্পের কার্যক্রম ব্যাহত হয়েছে। এবিষয়ে ইরানি তেলমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, অন্তত ৭০ শতাংশ পেট্রল স্টেশন আক্রান্ত হয়েছে, বহিঃশক্তির হস্তক্ষেপ যার প্রধান কারণ।
পরে তিনি জানান, বর্তমানে সচল রয়েছে এক হাজার ৬৫০টি পেট্রল স্টেশন। উল্লেখ্য, ইরানের তেল মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তিন হাজার ৮০০ পেট্রলপাম্প আছে।
একটি হ্যাকার গোষ্ঠী এই হামলায় জড়িত থাকার দাবি করেছে। ফার্সি ভাষায় এ গোষ্ঠীর নাম গঞ্জেশকে দারান্দে বা 'শিকারি চড়ুই'। ইরানের অভিযোগ, ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে তাদের।
হ্যাকার গোষ্ঠীটি তাদের ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'জরুরি সেবাগুলো যেন ক্ষতি নাহয়, সেজন্য নিয়ন্ত্রিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে।'
মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থিত শক্তিগুলো– যেমন লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে হ্যাকাররা তাদের বিবৃতিতে বলে, 'মধ্যপ্রাচ্যে ইসলামী প্রজাতন্ত্রটি (ইরানের) এবং এর প্রক্সিদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ডিজিটাল এ আঘাত হানা হয়েছে।'