'রেড নোটিশ'কে টপকে নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’

নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রের রেকর্ড ভেঙে দিয়েছে অ্যানিমেটেড মিউজিক্যাল ফিল্ম 'কে-পপ ডেমন হান্টার্স'।
নেটফ্লিক্স জানায়, জুন মাসে মুক্তির পর থেকে চলচ্চিত্রটি ২৩ কোটি ৬০ লাখ বারেরও বেশি দেখা হয়েছে, যা আগে সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রের রেকর্ডধারী অ্যাকশন কমেডি 'রেড নোটিশ'কে ছাড়িয়ে গেছে।
বেশ অপ্রত্যাশিতভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও ও মিমের মাধ্যমে এই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং একের পর এক নতুন রেকর্ড তৈরি করছে।
তবে শুধু চলচ্চিত্রটিই নয়, অনেকের কাছেই ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর আকর্ষণীয় কে-পপ গানগুলো। গত মাসের শুরুর দিকে এর জনপ্রিয় গান 'গোল্ডেন' বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষস্থান দখল করে। এনিমেটেড এই ফিল্মের সাউন্ডট্র্যাকের কয়েকজন প্রযোজক ও গীতিকার এর আগে বিটিএস এবং টুয়াইস-এর মতো জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন।
সনি পিকচার্স অ্যানিমেশন প্রযোজিত 'কে-পপ ডেমন হান্টার্স'-এ কাল্পনিক কে-পপ গার্ল ব্যান্ড 'হান্টার/এক্স'-এর তিন সদস্যকে দেখানো হয়েছে। গান ও মার্শাল আর্টের দক্ষতা ব্যবহার করে তারা মানুষকে দানবদের হাত থেকে রক্ষা করে।
উল্লেখ্য, নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রগুলো হলো:
১. কে-পপ ডেমন হান্টার্স
২. রেড নোটিশ
৩. ক্যারি-অন
৪. ডোন্ট লুক আপ
৫. দ্য অ্যাডাম প্রজেক্ট
৬. বার্ড বক্স
৭. ব্যাক ইন অ্যাকশন
৮. লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড
৯. দ্য গ্রে ম্যান
১০. ড্যামসেল