পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান

জেমস বন্ড তারকা অভিনেতা পিয়ার্স ব্রসনান বলেছেন, এটি অনেকটাই `স্পষ্ট' যে পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ কেউই হতে চলেছেন। আর এমনটাই হওয়া উচিত বলে মনে করেন তিনি। খবর বিবিসির
সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই জেমস বন্ড তারকা বলেছেন, তিনি মনে করেন ফ্র্যাঞ্চাইজির দীর্ঘদিনের প্রযোজকদের সৃজনশীল নিয়ন্ত্রণ অ্যামাজনের কাছে হস্তান্তর করা 'সঠিক সিদ্ধান্ত'। আমি আশা করি [অ্যামাজন] মর্যাদা, কল্পনা এবং শ্রদ্ধার সঙ্গে কাজ এবং চরিত্রটি পরিচালনা করবে।'
জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগের চরিত্রে জেমস নর্টন, অ্যারন টেলর-জনসন ও থিও জেমসের মতো ব্রিটিশ অভিনেতারা বুকমেকারদের পছন্দের তালিকায় রয়েছেন।
এর আগে বন্ড চরিত্রে অস্ট্রেলিয়ান অভিনেতা জর্জ ল্যাজেনবি ও আইরিশ অভিনেতা ব্রসনান অভিনয় করেছেন। তবে জনপ্রিয় হলিউড সিরিজ সিনেমা ০০৭ খ্যাত জেমস বন্ড চরিত্রে কখনো কোনো মার্কিন অভিনেতাকে দেখা যায়নি। তবে এবার এ চরিত্রের জন্য যে নামগুলো প্রস্তাব করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অভিনেতা অস্টিন বাটলার।
এছাড়াও ব্রিটিশ অভিনেতার বাইরে আরও রয়েছেন, পল মেসক্যাল, সিলিয়ান মারফি ও এইডেন টার্নার কিংবা অস্ট্রেলিয়ান অভিনেতা জ্যাকব এলোর্ডি।
৭১ বছর বয়সি ব্রসনান টেলিগ্রাফকে বলেন, বন্ডের ইতিহাস ও উত্তরাধিকারের অংশ হতে পেরে এবং যে সিনেমাগুলো আমি বারবারা এবং মাইকেলের সঙ্গে করেছি, তার জন্য আমি গর্বিত।
তবে পরবর্তী বন্ডের নাম কখন ঘোষণা করা হবে এবং পরবর্তী ছবিটি কবে নির্মিত হতে পারে সে বিষয়ে এখনও কিছুই সেভাবে ঠিক হয়নি।
২০২১ সালে ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা 'নো টাইম টু ডাই'-এ শেষবারের মতো বন্ডরূপে ড্যাানিয়েল ক্রেগকে দেখা গিয়েছিল।