নির্বাচনি প্রচারণায় পাঁচ কর্মসূচি ঘোষণা বিএনপির
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরাসরি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখন থেকে সারা দেশের সাধারণ নাগরিকরা ৫টি সুনির্দিষ্ট পদ্ধতিতে সরাসরি তাকে তাদের মূল্যবান মতামত, অভিযোগ, প্রত্যাশা ও পরামর্শ জানাতে পারবেন। তৃণমূলের কণ্ঠস্বর শুনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলের নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
তিনি জানান, তারেক রহমান তার পলিসি বিষয়ে জনসম্পৃক্ততা ও জনমত তৈরির লক্ষ্যে কাজ করছেন। ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের জন্য যে নীতিমালা তৈরি করা হচ্ছে সেখানে দেশের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষ সম্পৃক্ত হতে পারবেন। এ সময় তিনি ৫টি পদ্ধতি তুলে ধরেন। প্রথমত—সারাদেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই কিউআর কোড স্ক্যান করে সহজে যে-কোনো অঞ্চল থেকে, যে-কোনো ব্যক্তি সরাসরি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে নিজের চিন্তা, মতামত ও পরামর্শ তারেক রহমানকে জানাতে পারবেন।
ড. মাহদী আমিন বলেন, দ্বিতীয়ত 'লেটার টু তারেক রহমান'। নাগরিকদের ভাবনা, প্রত্যাশা ও পরামর্শ সরাসরি তারেক রহমানের কাছে চিঠির মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, মানুষের চোখে চারপাশের সমস্যাগুলো কী এবং তার বাস্তবসম্মত সমাধান কী হতে পারে—এসব বিষয়ে চিঠি লিখে, ই-মেইল পাঠিয়ে বা অনলাইনে মতামত শেয়ার করার জন্য আহ্বান জানানো হচ্ছে। চিঠি পাঠানো যাবে গুলশান-২-এর নির্ধারিত ঠিকানায় (হাউজ-১০সি, রোড-৯০), ই-মেইল করা যাবে mail@letter2tr.com-এ। পাশাপাশি ফেসবুক গ্রুপ (facebook.com/LetterToTariqueRahman) এবং letter2tr.com ওয়েবসাইটের মাধ্যমেও মতামত জানাতে পারবেন জনগণ।
বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, তৃতীয়ত 'ম্যাচ মাই পলিসি'—একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। এর ইন্টারফেস অত্যন্ত সহজ এবং পরিচিত। জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষা ও তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই বিএনপির এই পদক্ষেপ। ইতোমধ্যে সারা দেশ থেকে তিন লাখের বেশি মানুষ বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনা নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করছেন।
তিনি আরও জানান, চতুর্থ হলো 'দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান।' এই প্রক্রিয়ায় তিনি তরুণদের সঙ্গে কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ নানা বিষয়ে সরাসরি মতবিনিময় করবেন। এরই অংশ হিসেবে নির্বাচনি প্রচারণার শুরুতে সিলেট সফরে ১৯টি স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিক্যাল কলেজ, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ মোট ১২৭ জন তরুণের সঙ্গে একটি মতবিনিময় করেছেন। তারেক রহমান তরুণদের প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং কর্মসংস্থান, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও যুব ক্ষমতায়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ড. মাহদী আমিন বলেন, পঞ্চম 'বিএনপির আট লিফলেট'। বিভিন্ন সেক্টরে বিএনপির ভিশন নিয়ে আটটি লিফলেট তৈরি করা হয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে কূটনীতিকরা উপস্থিত হয়ে বিএনপির গুরুত্বপূর্ণ পলিসিগুলো নিয়ে পর্যালোচনা করেন। খালেদা জিয়ার ভিশন-২০৩০, পরবর্তীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা এবং ২০২৩ সালে চূড়ান্তভাবে ৩১ দফা প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় প্রতিটি সেক্টরে আমাদের নেতার সুনির্দিষ্ট ও সুবিস্তৃত রূপকল্প রয়েছে।
তিনি আরও বলেন, 'আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য—জনগণের চিন্তাভাবনা সরাসরি তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া। জনগণের দেওয়া মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা।' ড. মাহদী আমিন এ সময় মন্তব্য করেন যে, আগামী নির্বাচনে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় সুনিশ্চিত করবে।
