নির্বাচনি লড়াই শুরু: বিএনপির প্রার্থী ২৮৮, জামায়াতের ২২৪ ও এনসিপির ৩২ জন
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপরই রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৫৩ জন) ও জামায়াতে ইসলামী (২২৪ জন)।
বুধবার (২১ জানুয়ারি) কমিশনের পরিকল্পনা শাখা থেকে প্রকাশিত একটি অফিশিয়াল নথিতে নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত রাজনৈতিক দল ও সংগঠনগুলোর বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এতে দলগুলোর নির্বাচনি প্রতীক ও সংশ্লিষ্ট জোটগুলোর বিবরণও তুলে ধরা হয়েছে।
নথিতে দেখা যায়, মোট ১ হাজার ৯৮১ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১ হাজার ৭৩২ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী; বাকি ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মোট ২৯৮টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ২৭ জানুয়ারির পর হালনাগাদ করা হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তথ্যমতে, দেশে নিবন্ধিত মোট ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনি ময়দানে রয়েছে।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, জাতীয় পার্টি ১৯২ জন প্রার্থী দিয়েছে। অন্যদিকে, নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ৩২ জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন।
অন্যান্য উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ (৯০ জন), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবি (৬৫ জন) ও ইনসানিয়াত বিপ্লব (৪২ জন)। নির্বাচন কমিশনের এই তালিকায় প্রতিটি নিবন্ধিত দল এবং তাদের জন্য বরাদ্দকৃত প্রতীকের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
