ত্রয়োদশ সংসদ নির্বাচন: মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ, সর্বোচ্চ গাজীপুর-২ ও সর্বনিম্ন ঝালকাঠি-১ আসনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে সারাদেশে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১২০ জন।
ইসি'র জনসংযোগ শাখার পাঠানো আসনভিত্তিক ভোটার সংখ্যা পর্যালোচনায় দেখা যায়, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে; যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অন্যদিকে, দেশের সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে; এ আসনে ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
ইতোমধ্যে নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটকেন্দ্রের তালিকাও প্রকাশ করেছে। এতে প্রতিটি ভোটকেন্দ্রের নাম ও অবস্থানের পাশাপাশি নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া এবারের তালিকায় প্রথমবারের মতো নিবন্ধিত পোস্টাল ব্যালট ভোটারদের সংখ্যাও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও দেশের নীতি নির্ধারণী বিষয়ে চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে।
