জাতীয় নির্বাচন: ২৯৮ আসনে ভোটের লড়াইয়ে ১,৯৬৭ প্রতিদ্বন্দ্বী, প্রতীক বরাদ্দ আজ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি সংসদীয় আসনে ভোট হবে। এসব আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের (ইসি) খসড়া তথ্য পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার প্রায় অর্ধশত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে অধিকাংশই দলীয় প্রার্থী হলেও, শতাধিক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ে ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। তখন বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৫৮ জন।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়, যা চলে ৯ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে ৬৩৯ জন প্রার্থী আপিল করেন। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলে। এর মধ্যে ৬৪৫ জন আপিল করে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন। এতে সোমবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৮৯ জন।
তবে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী এই তালিকা থেকে বাদ পড়বেন। ভোটের দিন অপরিবর্তিত রেখে এই দুই আসনে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী রোববার ছিল এসব আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে পাবনা-১ আসনে সাতটি এবং পাবনা-২ আসনে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়ে।
মঙ্গলবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ২৯৮ আসনে মোট ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জন, যা আগের নির্বাচনের তুলনায় কম।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভোটের তারিখ ঘনিয়ে এসেছে। প্রতীক বরাদ্দ ও ভোটকেন্দ্র চূড়ান্ত করার মধ্য দিয়ে নির্বাচন এখন শেষ ধাপে।'
তিনি বলেন, 'গত এক থেকে দেড় মাসে নির্বাচন ব্যবস্থাপনায় গুরুতর কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আমাদের নজরে আসেনি। কোথাও কোথাও কথার কথা অভিযোগ এসেছে, তবে বড় ধরনের সহিংসতা বা শৃঙ্খলাভঙ্গ হয়নি।'
সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আবদুর রহমানেল আরও বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দল পাল্টাপাল্টি অভিযোগ করলেও নির্বাচন কমিশন কোনো পক্ষের দিকে ঝুঁকে পড়েনি। সব দলের প্রতি সমান আচরণ করা হয়েছে। আমাদের নিরপেক্ষতা নিয়ে মৌলিক কোনো অভিযোগ নেই, যদিও কোনো কোনো সিদ্ধান্তে কেউ কেউ অসন্তুষ্ট হতে পারেন।'
এর আগে, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ৩৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করার পর ভোটের লড়াইয়ে ছিলেন ১ হাজার ৮৯৬ জন।
উল্লেখ্য, মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
