৩ নেতার মাজার জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় তিন নেতার মাজার জিয়ারত করার মাধ্যমে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়।
এসময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার ও সংস্কারের বিষয়ে যেমন শক্ত ছিলাম, ১২ ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারেও তেমনি দৃড় আছি।
নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এই এলাকা থেকেই আমরা নির্বাচনি যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্য পক্ষ বিরোধী যাত্রা।
নাহিদ ইসলাম বলেন, 'নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।'
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা বিভিন্ন সময় বলে এসেছি তারা একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে।
জিয়ারত শেষে দলটি মতিঝিল অভিমুখে মার্চ ফর জাস্টিস মিছিল শুরু করে। তবে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
