ভোটের মাধ্যমে জনগণ এবার ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে: হাসনাত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যেসব রাজনৈতিক দল ঋণখেলাপি, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের নির্বাচনের টিকিট দিয়েছে, জনগণ ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছে এবং ভোটের মাধ্যমেই এবার তাদের প্রত্যাখ্যান করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার প্রথম দিনে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, 'এবার নিজের ভোট নিজের পছন্দে দেবেন। কোনো ধরনের জোরজবরদস্তি বা কারো মাতব্বরি চলবে না। ভোট ভালোবাসার বিষয়, এখানে ভয়ভীতি বা চাপের কোনো জায়গা নেই।'
ভিআইপি কালচার নিয়ে সমালোচনা করে এনসিপির নেতা বলেন, রাজনীতিতে কৃত্রিম বলয় তৈরি করলে নেতা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বড় চেয়ার-ছোট চেয়ারের রাজনীতি আমরা চাই না। নেতাকে সাধারণ মানুষের মধ্যে রাখলেই রাজনীতি জনবান্ধব থাকে।
দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে উল্লেখ করে হাসনাত বলেন, দুই হাজার টাকার কার্ড পেতেও তিন হাজার টাকা ঘুষ দিতে হয়। এই অবস্থা থেকে দেশকে বের করতে হবে। রাজনীতি যেন কখনোই 'ইনভেস্টমেন্ট' বা বিনিয়োগের লাভ ফেরত পাওয়ার মাধ্যম না হয়।
গণসংযোগকালে তিনি শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন দেবিদ্বারের ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও শান্তির রোডে একাধিক উঠান বৈঠকে বক্তব্য দেন হাসনাত।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
