ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোয়ন বৈধ ঘোষণা
ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, 'ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত ১১ দলীয় নির্বাচনি সমঝোতা জোটের প্রার্থী হিসেবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।'
