‘স্বাধীনতার মুহূর্ত এসে গেছে’, মাদুরোকে আটকের পর মাচাদোর উচ্ছ্বাস; সমর্থন নেই ট্রাম্পের
মার্কিন অভিযানে ভেনিজুয়েলার শক্তিশালী নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর সে দেশে 'স্বাধীনতার মুহূর্ত' এসে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। তবে এই 'উচ্ছ্বাস মুহুর্তেও' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, মাচাদোর প্রতি ভেনিজুয়েলার জনগণের পর্যাপ্ত 'শ্রদ্ধা বা সমর্থন' নেই।
২০২৪ সালের জুলাইয়ে বিতর্কিত নির্বাচনের পর থেকে প্রায় সময় আত্মগোপনে থাকা মাচাদো শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, বিরোধী দলীয় প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া—যিনি বিরোধীদের দাবি অনুযায়ী নির্বাচনে জয়ী হয়েছিলেন—তাকে 'অবিলম্বে তার সাংবিধানিক ম্যান্ডেট' অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হবে।
তবে সিএনএন জানিয়েছে, ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। গত শনিবার রাতে (স্থানীয় সময়) আদালত এই আদেশ জারি করে।
গত ডিসেম্বরে ছদ্মবেশে নরওয়ের অসলো গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করার পর থেকে মাচাদো বর্তমানে দেশের বাইরে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। উল্লেখ্য, তিনি নিজের নোবেল পুরস্কারটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে উৎসর্গ করেছিলেন এবং ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন।
শনিবার ভোরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাচাদো লিখেন, 'ভেনিজুয়েলাবাসী, স্বাধীনতার মুহূর্ত এসে গেছে!'
তিনি বলেন, 'আজ আমরা আমাদের ম্যান্ডেট কার্যকর করতে এবং ক্ষমতা গ্রহণ করতে প্রস্তুত। গণতান্ত্রিক রূপান্তর বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আসুন আমরা সতর্ক, সক্রিয় ও সংগঠিত থাকি। এই রূপান্তরে আমাদের সবার প্রয়োজন।' তিনি আরও যোগ করেন, 'আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনব।' এ সময় তিনি সকল সেনা ও কর্মকর্তাদের প্রতি গঞ্জালেস উরুতিয়াকে 'সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে স্বীকৃতি' দেওয়ার আহ্বান জানান।
'ভেনিজুয়েলা মুক্ত হবেই!', উল্লেখ করে বার্তা শেষ করেন মাচাদো।
ট্রাম্পের অনীহা ও নতুন সমীকরণ
এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প মাচাদোকে ভেনিজুয়েলার নতুন নেতা হিসেবে দেখার যাবতীয় প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন। ট্রাম্প বলেন, 'আমার মনে হয় তাঁর পক্ষে নেতা হওয়া খুব কঠিন হবে। দেশের ভেতর তাঁর সেই সমর্থন নেই বা শ্রদ্ধা নেই।'
মাচাদোর পরিবর্তে ট্রাম্প মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেন, 'ভেনিজুয়েলাকে আবারও মহান করতে আমরা যা প্রয়োজনীয় মনে করি, তিনি মূলত তা-ই করতে ইচ্ছুক।'
২০২৪ সালের নির্বাচনে মাদুরো অনুগত প্রতিষ্ঠানগুলোর কারণে মাচাদো প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ হয়েছিলেন। পরে তার জায়গায় স্বল্প পরিচিত কূটনীতিক গঞ্জালেস উরুতিয়া লড়াই করেন। মাচাদো গণতন্ত্রের লড়াইয়ের জন্য যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি ট্রাম্পের সাথে অতি-ঘনিষ্ঠতার কারণে সমালোচিতও হয়েছেন। 'একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণ অর্জনের সংগ্রামের' জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।
এদিকে এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া শনিবার এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'এগুলো চূড়ান্ত সময়, জেনে রাখুন যে আমরা আমাদের দেশ পুনর্গঠনের বিশাল অভিযানের জন্য প্রস্তুত।'
