সপ্তাহব্যাপী ধাওয়ার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
আটলান্টিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ধাওয়ার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট এবং রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আইসল্যান্ডের কাছে পরিচালিত এই শ্বাসরুদ্ধকর অভিযানের সময় কাছাকাছি একটি রুশ সাবমেরিন ও একটি যুদ্ধজাহাজ অবস্থান করছিল বলে বুধবার (৭ জানুয়ারি) রয়টার্সকে নিশ্চিত করেছেন দুজন মার্কিন কর্মকর্তা।
সাম্প্রতিক ইতিহাসে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে রাশিয়ার পতাকাবাহী কোনো জাহাজ জব্দের এটিই প্রথম ঘটনা। এই পদক্ষেপের ফলে রাশিয়ার সঙ্গে ওয়াশিংটনের বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মার্কিন কোস্ট গার্ড ও সামরিক বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। 'মেরিনেরা' নামের এই জাহাজটি মূলত 'বেলা-১' নামে পরিচিত ছিল। এর আগে এটি মার্কিন নৌ-অবরোধ এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল এবং কোস্ট গার্ডের তল্লাশির চেষ্টাকে প্রত্যাখ্যান করেছিল। তবে গত মাসে জাহাজটি নাম পরিবর্তন করে রাশিয়ার পতাকাতলে নিবন্ধিত হয়।
ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান 'চাপ প্রয়োগ' নীতির অংশ হিসেবেই জাহাজটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে লাতিন আমেরিকার জলসীমায় ভেনেজুয়েলা সংশ্লিষ্ট আরও একটি তেলের ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্ট গার্ড। ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন 'নৌ-অবরোধ' কঠোরভাবে বলবৎ করার অংশ হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে।
তেলবাহী জাহাজ জব্দের এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মাত্র কয়েক দিন আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন স্পেশাল ফোর্সেস। মাদক পাচারের অভিযোগে বিচারের জন্য তাকে ইতিমধ্যে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা মাদুরোকে আটকের এই ঘটনাকে 'অপহরণ' বলে অভিহিত করেছেন। তাদের দাবি, বিশ্বের বৃহত্তম তেল মজুতের মালিক ভেনেজুয়েলার খনিজ সম্পদ লুট করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এসব কাণ্ড ঘটাচ্ছে।
এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন তেল চুরির পাল্টা অভিযোগ তুলেছেন। মূলত গত অর্ধশতাব্দীতে দেশটির জ্বালানি খাতের জাতীয়করণের বিষয়টিকে ইঙ্গিত করেই ওয়াশিংটন এই অভিযোগ তুলছে।
