গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, লড়বেন ঝিনাইদহ-৪ আসনে
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান আজ (২৭ ডিসেম্বর) দল থেকে পদত্যাগের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে এই ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান।
রাশেদ আজ (২৭ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ফখরুল জানিয়েছেন, রাশেদ আগামী নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নিজের সিদ্ধান্তের বিষয়ে রাশেদ বলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিজের আদর্শ মনে করেন। তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের নেতৃত্বে তিনি বাংলাদেশের কল্যাণে কাজ করতে পারবেন।
পদত্যাগপত্রে রাশেদ খান উল্লেখ করেন, তার কোনো ভুল বা ঘাটতির কারণে দলের ওপর প্রভাব পড়ে থাকলে তিনি দুঃখিত। পদত্যাগপত্র গ্রহণ করায় তিনি সভাপতিকে ধন্যবাদ জানান।
ব্যক্তিগত কারণ দেখিয়ে রাশেদ খান জানান, আজ থেকেই তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
