আগামীকাল বেলা ১১টায় ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল, ২৭ ডিসেম্বর ( শনিবার) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব ও দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে তারেক রহমান এরপর নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন আহতদের দেখতে পুঙ্গ হাসপাতাল পরিদর্শন করবেন।
শরিফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের একজন সক্রিয় নেতা। তিনি গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে গত ১২ ডিসেম্বর শুক্রবার গুলি করা হলে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসার জন্য রাখা হয়। পরে অবস্থার কোনো পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়।
