তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত
লন্ডনে ১৭ বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরাকে দেশটির অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তারেক রহমানের ফেরার বিষয়ে মুখপাত্র বলেন, "ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে এবং এই ঘটনাটিকে সেই আলোকেই দেখা উচিত।"
আজ (২৬ ডিসেম্বর) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে লাখো সমর্থকের ভিড় জমে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এটি ব্যাপকভাবে প্রচার পায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠান পর্যন্ত রাস্তার দুই পাশে লাখ লাখ বিএনপি সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের নেতাকে স্বাগত জানান। এ সময় তারা দলীয় পতাকা নেড়ে ও স্লোগান দিয়ে চারপাশ মুখরিত করে তোলেন।
বিবিসি, রয়টার্স, আল জাজিরা এবং দ্য টেলিগ্রাফের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে প্রধান খবর হিসেবে প্রচার করেছে। তারা তাকে আগামী সাধারণ নির্বাচনে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্ণনা করেছে।
