১৮ বছর পর বাবার কবর জিয়ারত শেষে অশ্রুসিক্ত তারেক রহমান
দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত বাবার কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করতে আসেন তিনি।
প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর তারেক রহমান বাবার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করেন এবং দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। কিছুক্ষণ তিনি সেখানে নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে চোখ মুছতে দেখা যায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবিরর খান জানান, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর আজ তিনি আবারও বাবার স্মৃতিবিজড়িত এই মাজারে আসলেন।
