ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে জনসম্মুখে হাজির না করা পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। প্রয়োজনে পালাবদল করে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালীন নেতাকর্মীদের উদ্দেশে জাবের বলেন, 'দুপুর থেকে আমাদের অবরোধ চলছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তার মানে এই সরকার শহীদ ওসমান হাদির হত্যাকারীদের যেভাবে পালিয়ে যেতে সাহায্য করেছে, এখন আমরা যাতে অবরোধ না রাখি সেজন্য হয়তো এখানে আসছে না। আমরা এখান থেকে যাব না।'
তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, 'শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে জনসম্মুখে না নিয়ে আসা পর্যন্ত আমরা যাব না। হাদির খুনিরা যদি বিদেশে পালিয়ে যায় তাহলে আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে অনতিবিলম্বে তাদের বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। তারা যদি ক্যান্টনমেন্টে গিয়েও অবস্থান নেয়, আমরা তাদের নিয়ে আসব। এদের ব্যাপারে কোনো আপোষ চলবে না।'
এদিকে আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, 'তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। আমরা তখন এক পাশে গিয়ে তাকে যাওয়ার সুযোগ দেব। কিন্তু অবরোধ তুলব না।'
অবরোধ কর্মসূচি চলাকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, 'কেউ শান্তিপূর্ণ আন্দোলন করতে না চাইলে চলে যান। অনেকে বসে আছে বিশৃঙ্খলা করার জন্য। আমরা তাদের সেই সুযোগ দেব না। কেউ বিশৃঙ্খলা করতে এলে আমরা তাদের ধরে পুলিশে দেব।'
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নিলে ওই এলাকার একাংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আন্দোলনের শপথ নিয়ে জাবের বলেন, 'হাদি ভাইয়ের রক্তের শপথ করে বলছি খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আজ থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দিলাম।'
এরপর থেকেই শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেগুলো হলো— 'দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি', 'তুমি কে, আমি কে, হাদি হাদি', 'আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব', 'হাদি, সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'তুমিও জানো, আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি', 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে', 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ', 'গোলামী না আজাদি, আজাদি আজাদি', 'হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না', 'উই ওয়ান্ট জাস্টিস'।
অবরোধের পরিস্থিতির বিষয়ে ডিএমপি ট্রাফিকের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ইনকিলাব মঞ্চের অবরোধের কারণে শাহবাগের একাংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে জনভোগান্তি কমাতে আমরা ট্রাফিক ডাইভারশন দিয়েছি।
তিনি আরও জানান, বাংলামোটর থেকে মৎস্যভবনগামী যানবাহনগুলো বারডেমের সামনে দিয়ে, মৎস্য ভবন থেকে সায়েন্সল্যাবগামী যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এবং সায়েন্সল্যাব থেকে মৎস্যভবনগামী যানবাহন কাটাবন হয়ে চলাচল করছে।
শুক্রবার ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম, যার ফলে বড় ধরনের কোনো ভোগান্তি হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা।
