খুলনায় এনসিপি নেতার ওপর হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সংগঠনের নিজস্ব তদন্ত শুরু
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তার সংগঠন। সংগঠনটির দাবি, পুলিশ মূল অপরাধীদের আড়াল করতে 'ভিক্টিম ব্লেমিং' করছে। তবে মোতালেবের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে সংগঠনটির পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় খুলনা প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে শ্রমিক শক্তির নেতারা এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক শক্তির খুলনা জেলা আহ্বায়ক আশরাফুজ্জামান খান বলেন, 'ঘটনার পরপরই তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা বেশ কিছু অস্বস্তিকর ও উদ্বেগজনক তথ্যের মুখোমুখি হয়েছি। হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় মোতালেব শিকদার কোনো অনৈতিক কর্মকাণ্ড বা সংগঠনের শৃঙ্খলাভঙ্গ করেছেন, তাহলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'
পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে আশরাফুজ্জামান বলেন, 'পুলিশের পক্ষ থেকে দায়িত্বহীনভাবে ভিক্টিম-ব্লেমিংয়ের চেষ্টা চলছে। তারা জাতীয় নিরাপত্তা ও নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে মূল অপরাধকে আড়াল করার অপচেষ্টা করছে। এটি অপরাধীদের রক্ষার একটি সুপরিকল্পিত কৌশল ছাড়া আর কিছুই নয়।'
তিনি দাবি করেন, তন্বী ও মিরাজ নামের এক দম্পতির বাসায় পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় যা স্পষ্টতই হত্যাচেষ্টা।
এর আগে সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি ভাড়া বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পুলিশ জানায়, ওই বাসাটি গত নভেম্বর মাসে তন্নী ও মিরাজ নামে এক দম্পতি ভাড়া নেয় এবং সেখানে মোতালেব নিয়মিত যাতায়াত করতেন।
ঘটনার পর ওই দম্পতি পালিয়ে যায়। পুলিশ ওই বাসা তল্লাশি করে মাদকসেবনের সরঞ্জাম ও একটি গুলির খোসা উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, 'মাদক ও নারীঘটিত' বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত হতে পারে।
কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, ভাড়াটিয়া দম্পতির পলাতক থাকার কারণে ঘটনাটি রহস্যজনক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, গুলি মোতালেব শিকদারের মাথায় না ঢুকে পাশ দিয়ে যাওয়ায় চামড়া ফেটে গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
