প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার নিন্দা সিপিজের, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টার' কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
বিশ্বজুড়ে সংবাদকর্মীদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন সিপিজে শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এছাড়া, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।
এদিকে, কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার [মব ভায়োলেন্স] বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
শুক্রবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়, 'আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই৷ দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি৷ যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেবো না।'
'দ্য ডেইলি স্টার', 'প্রথম আলো' ও 'নিউ এজ'-এর সাংবাদিকদের পাশে থাকার কথা জানিয়ে অন্তর্বর্তী সরকার বলেছে, 'আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত৷ সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে৷ সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা।'
বিবৃতিতে এই ঘটনায় 'পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস' দিয়েছে অন্তর্বর্তী সরকার।
