ডাকসু ভিপিকে নিয়ে বক্তব্য: ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য দুঃখ প্রকাশ করলেন রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তথ্যের সত্যতা যাচাই [ফ্যাক্ট চেক] না করে ভাইরাল হওয়া তথ্যের ভিত্তিতে 'অনিচ্ছাকৃত ভুল' বক্তব্য দেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, 'আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসু ভিপির চা খাওয়ার দৃশ্যটিও ভাইরাল হয়।'
তিনি আরও বলেন, 'এ দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড। ফ্যাক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় আমি বক্তব্য রাখি। এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।'
উল্লেখ্য, আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় রিজভী বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় শনাক্ত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খান, তখন এর বিচার কে করবে?
রিজভীর এমন অভিযোগে সাদিক কায়েম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, রিজভীর দাবিকৃত ছবিটি 'এআই জেনারেটেড' বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বক্তব্য দেয়ায় তিনি রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
