হলফনামা : আমির খসরুর সম্পদ প্রায় ২২ কোটি টাকা, আয় ১ কোটি ৫৯ লাখ
সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর আয় গত ১৭ বছরে ১২ গুণ বেড়েছে। সম্পদের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি তিনি বর্তমানে পুরোপুরি ঋণমুক্ত হয়েছেন। গত দুই বছরে তিনি ৩৪টি মামলা থেকে খালাস পেয়েছেন। সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর খাতে খসরু মাহমুদ চৌধুরীর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি টাকায়।
বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তার হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
হলফনামা পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দাখিল করা তথ্যে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৪২৪ টাকা। এতে দেখা যায়, গত ১৭ বছরে তাঁর বার্ষিক আয় বেড়েছে ১ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৪২৪ টাকা; যা ২০০৮ সালের আয়ের তুলনায় প্রায় ১২ গুণ বেশি।
২০০৮ সালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাড়ি ভাড়া ও পেশাগত পরামর্শক ফি হিসেবে বার্ষিক আয় দেখিয়েছিলেন ১৩ লাখ ৩০ হাজার টাকা। সে সময় বাড়ি ভাড়া হিসেবে তিনি পেতেন ১ লাখ ৩০ হাজার টাকা।
বর্তমান আয়ের খাতগুলোর মধ্যে কৃষিখাতে ৪৫ হাজার টাকা; বাড়ি, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থান ভাড়া হিসেবে ৬ লাখ ৪ হাজার ৬০০ টাকা; শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত মিলিয়ে ৩৬ লাখ ২৯ হাজার ৮২৪ টাকা এবং আলফা সিকিউরিটিজের শেয়ার থেকে ৩৬ লাখ ৮৪ হাজার টাকা আয় দেখিয়েছেন তিনি। এর সঙ্গে কনকর্ডের সঙ্গে সাইনিং মানি হিসেবে আয় হয়েছে ৮০ লাখ টাকা।
