হাদিকে গুলি করা শুটার ফয়সাল দেশে না ভারতে নিশ্চিত নয় পুলিশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদের অবস্থানের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। সে সীমান্ত পাড়ি দিয়ে দেশত্যাগ করেছে কি না, সে বিষয়েও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডটি ব্যক্তিগত শত্রুতা নয়, বরং রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
শুটার ফয়সাল করিমের অবস্থান সম্পর্কে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম বলেন, 'ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্যও পাইনি। অনেক সময় অপরাধীরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত থেকে ছবি আপলোডের বিষয়টি ফরেনসিক তদন্ত করা হচ্ছে।'
হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। তিনি বলেন, সাইবার বিশেষজ্ঞরা এসব নিয়ে কাজ করছেন। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, 'মনে হচ্ছে এটি ব্যক্তিগত কোনো শত্রুতা নয়, রাজনৈতিকভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারে। ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করা গেলে বিষয়টি পরিষ্কার হবে।'
তিনি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্র, গুলি ও পাসপোর্ট।
শুটার ফয়সাল করিম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি আপলোড করেছিল, সেটি ভারত থেকে আপলোড করা হয়েছিল বলে জানা গেছে। আপনারা ছবিটি ফরেনসিক করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, তদন্তাধীন বিষয়। সবগুলো বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ভিডিও ফুটেজে দেখেছি হাদির পাশে আসামিরা ছিলেন। তারা কার মাধ্যমে এসেছিলেন। অর্থাৎ মাস্টারমাইন্ড কারা। এসব বিষয় আপনারা তদন্ত করেছেন কি না এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, এটি বড় তদন্তাধীন বিষয়। তদন্ত করে দেখা হচ্ছে। মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, ফিলিপ নামের এক ব্যক্তি ফয়সাল ও তার সঙ্গীকে সীমান্ত পার হতে সহযোগিতা করেছে বলে খবর পাওয়া গেছে। ফিলিপকে গ্রেপ্তারে পুলিশ ও বিজিবি যৌথভাবে নলিতাবাড়ি ও হালুয়াঘাট সীমান্তে অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, 'সীমান্তের অতিসন্নিকটে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই চোরাচালান ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। আমরা কয়েকজনকে টার্গেট করে অভিযান চালাচ্ছি।'
সংবাদ সম্মেলনে ডিএমপি'র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, র্যাব এর লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পাবলিকেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন উপস্থিতি ছিলেন।
