সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর: আইন উপদেষ্টা
সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস এর কার্যক্রম পরিদর্শন এবং লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণ সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য থেকে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠানের ব্যাপারে জনগণের মনে একটা শঙ্কা তৈরি হতে পারে। তবে শঙ্কিত হওয়ার কিছু নেই। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে উৎসবমুখর হয়, জনগণের মনে যাতে আস্থা তৈরি হয় সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।
এসময় তিনি আরও বলেন, আদালতের ওপর চাপ কমানোর জন্য লিগ্যাল এইডের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। আইনগত সহায়তা যাতে সব মানুষ পায়, এজন্য লিগ্যাল এইডে একজনের বিচারকের পরিবর্তে তিনজন বিচারক নিয়োগ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য পাইলটিং প্রকল্পের আওতায় দেশের ১২টি লিগ্যাল এইড অফিসকে বেছে নেওয়া হয়েছে।
আসামিদের জামিন দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'জামিন দেওয়ার বিষয়ে বিচারক, পুলিশ ও আইনজীবীর ভূমিকা রয়েছে। এজন্য যারা জামিন পাওয়ার যোগ্য তাদের অবশ্যই জামিন দিতে হবে। কিন্তু যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে এবং নিষিদ্ধ ঘোষিত তৎপরতা চালাতে পারে, তাদের জামিন বেশি হলে আমরা অবশ্যই আশঙ্কিত হই।'
