গাজীপুরের কোনাবাড়ীর একতা টাওয়ারে আগুন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একতা টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার সময় একতা টাওয়ারে নিচতলায় 'টেস্টি টং'-নামের ফাস্টফুডের দোকানে আগুন লাগে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন বিকেল ৫টায় মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একতা টাওয়ারের নিচতলার একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। চারটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুনি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
সূত্র আরও জানায়, শনিবার একতা টাওয়ারের মার্কেট সাপ্তাহিক বন্ধ ছিল। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফুজ্জামান জানান, আমরা মার্কেটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। ভেতরে প্রচুর ধোঁয়া। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, একতা টাওয়ারের নিচতলায় একটি রেস্টেুরেন্টে ধোঁয়া দেখতে পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট গিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোন হতাহত হয়নি।
তিনি আরও জানান, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
