কালশীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর ১১ এলাকায় কালশী রোডের একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত সোয়া ১০টার দিকে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার নামের একটি ছয়তলা বাণিজ্যিক ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর সাড়ে ১০টার দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেন। শেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
পোশাক কারখানাটি পল্লবীর কালশীর চন্দ্রবিন্দুর মোড়ের কাছে অবস্থিত। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, যে ফ্লোরে আগুন লেগেছে, সেটি একটি পোশাক কারখান। তবে কারখানার ভেতরে শ্রমিক ছিল কি না, সেটা জানা যায়নি।
বিস্তারিত আসছে...
