কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন দিলেন তরুণী, জানালা দিয়ে লাফিয়ে প্রতিবেশীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ার ওসান শহরে গতকাল সোমবার (২০ অক্টোবর) তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেছেন এক নারী। এ ঘটনায় তার প্রতিবেশী একজন জানালা দিয়ে পালাতে গিয়ে পড়ে মারা গেছেন। খবর বিবিসির
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ ওই নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নিচ্ছে।
২০-এর কোঠায় থাকা অভিযুক্ত নারী পুলিশকে জানিয়েছেন, তিনি তেলাপোকা মারতে লাইটার ও দাহ্য স্প্রে ব্যবহার করেছিলেন।
এর আগেও একই পদ্ধতি ব্যবহার করেছিলেন বলে তিনি জানান। তবে এবার আগুন তার ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে।
শহরটির পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর বিরুদ্ধে 'অবহেলায় আগুন লাগানো এবং মৃত্যু ঘটানো'র অভিযোগ আনা হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওর কারণে ব্লো টর্চ বা ঘরে তৈরি আগ্নেয়াস্ত্র দিয়ে তেলাপোকা মারার প্রবণতা বেড়েছে।
২০১৮ সালে এক অস্ট্রেলীয় ব্যক্তি কীটনাশক দিয়ে বানানো একটি ঘরোয়া ফ্লেমথ্রোয়ার দিয়ে তেলাপোকা মারতে গিয়ে নিজের রান্নাঘরে আগুন লাগিয়ে দেন।
নিহত নারী চীনা নাগরিক এবং বয়স ৩০-এর কোঠায়। তিনি ওই ভবনের পঞ্চম তলায় স্বামী ও দুই মাস বয়সী শিশুকে নিয়ে থাকতেন। ঘরে আগুন লাগার পর তারা জানালা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। প্রথমে নিজেদের শিশুকে পাশের ভবনের এক প্রতিবেশীর কাছে জানালা দিয়ে হস্তান্তর করেন, তারপর নিজেরা পালানোর চেষ্টা করেন।
স্বামী পাশের ভবনে উঠে যেতে সক্ষম হন। তবে ওই নারী একইভাবে পালাতে গিয়ে নিচে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুনের ধোঁয়ায় সিঁড়িপথ বন্ধ হয়ে যাওয়ায় তারা জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন বলে পুলিশের ধারণা।
পাঁচতলা ভবনটির নিচতলায় বাণিজ্যিক দোকান এবং দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩২টি আবাসিক ইউনিট রয়েছে। এই আগুনে আরও আটজন ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন।