শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ভিত্তিহীন: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি নির্দেশে হয়েছে- এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণেও প্রসিকিউশন এসব অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তাই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে রায়ে খালাস পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান আমির হোসেন।
এর আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি।
পলাতক এ দুই আসামির সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, 'না, শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আপনারা বারবার জিজ্ঞেস করেন যোগাযোগ হয়েছে কিনা। কিন্তু আইনগতভাবে যোগাযোগের কোনো সুযোগ বা নিয়ম নেই। উনি (শেখ হাসিনা) যদি স্বেচ্ছায় আসেন বা ধরা দেন, তখনই কেবল যোগাযোগ করা সম্ভব। তবে আমার আর্গুমেন্ট আরও আছে। আজ সব বলিনি। পরবর্তী দিন (মঙ্গলবার) বিস্তারিতভাবে উপস্থাপন করব।'
গত ১৬ অক্টোবর টানা পাঁচদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) দাবি করেন প্রসিকিউশন। ওই দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে এ আবেদন জানান। পাশাপাশি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন তিনি।
টানা পাঁচদিনের যুক্তিতর্কে একাত্তর-পরবর্তী আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস থেকে শুরু করে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত ঘটনাবলির বিস্তারিত চিত্র তুলে ধরেন প্রসিকিউশন। গুম-খুন, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের নানা বর্ণনাও উপস্থাপন করা হয়। এ মামলার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন প্রমাণ ও তথ্য-উপাত্তও তুলে ধরা হয়।
প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল সোমবার (২০ অক্টোবর) থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরুর দিন নির্ধারণ করে।
এদিন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এক সপ্তাহ সময় চান। তবে আদালত তাকে তিনদিন সময় দেন। এরই ধারাবাহিকতায় সোমবার পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি।