ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলের মনোনয়ন পাননি আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
যদিও তার কাঙ্খিত আসনে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আব্দুর রহমান সানির বড়ভাই কবীর আহমেদ ভূঁইয়াও মনোনয়ন পাননি।
আজ সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীর (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে করছিলেন তার কর্মী-সমর্থক এবং দলের একাংশ।
আপাতত আসনটি ফাঁকা রাখলেও এ আসনটিতেই দলের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে শরিক দলের জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান মনোনয়ন পেয়েছেন।
যদিও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে দলের মনোনয়ন দৌঁড়ে এগিয়ে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার এবং জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।
তবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এটিও শরিক দলের জন্য রাখা হয়েছে বলে মনে করছেন দলটির নেতা-কর্মীরা। যদিও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির জন্য বিএনপি আসনটি ছেড়ে দেবে বলে নেতা-কর্মীদের মাঝে আলোচনা আছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, 'মনোনয়নের ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেই প্রার্থী মনোনয়ন দিয়েছেন। আমরা দলের মনোনীত প্রার্থীদের জন্য কাজ করব।'
