কুষ্টিয়ায় বিএনপির মনোনয়ন না পাওয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ
বিএনপির মনোনয়ন ঘোষণার পর সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের মনোনয়নবঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিনের অনুসারীরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের মজমপুর এলাকায় তারা সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ সোহরাব উদ্দীনের নাম না আসায় তার সমর্থকেরা ক্ষুব্ধ হন। প্রার্থী ঘোষণার পরপরই তারা শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করেন এবং পরে মজমপুর গেটে এসে সড়কে টায়ারে জ্বালিয়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মধুপুর এলাকাতেও মহাসড়কে টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অধ্যক্ষ সোহরাব উদ্দীনের সমর্থকেরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অধ্যক্ষ সোহরাব উদ্দীন বলেন, আমি বর্তমানে শহরের বাইরে আছি। তবে শুনেছি আমার সমর্থকেরা মজমপুর ও লক্ষ্মীপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনে জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জেলার আরও কয়েকটি আসনে ঘোষিত প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকেরা প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
