ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’; বাদ পড়েছে কলা, খাট, বেগুনসহ ১৫টি
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধিত তালিকার গেজেট প্রকাশত করা হয়েছে।
এ প্রতীকসহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক সংরক্ষণ করেছে ইসি। এক মাস এক সপ্তাহের মাথায় নতুন করে প্রতীক তালিকা সংশোধন করা হলো।
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকায় ১০২ নম্বরে 'শাপলা কলি' যুক্ত করা হয়েছে।
নতুন তালিকায় নির্বাচন কমিশনের মোট প্রতীক সংখ্যা দেখা গেছে ১১৯টি।
এতে বলা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) এর ধারা ৯৪- এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন 'নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮'- অধিকতর সংশোধন করা হলো।
প্রসঙ্গত, এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল ইসি।
বাদ পড়েছে ১৫ প্রতীক
এছাড়া ইসির প্রতীক তালিকা থেকে ১৫টি প্রতীক বাদ দেওয়া হয়েছে। এগুলো হলো- উটপাখি, কলা, খাট, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফুলের টব, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, লাউ, শঙ্খ ও স্যুটকেস
নতুন যুক্ত হয়েছে
প্রতীকের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে- শাপলা কলি, উট, চিরুনী, টর্চলাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ী, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মটরসাইকেল, রেল ইঞ্জিন, সিড়ি, সূর্যমুখী ও হ্যান্ডশেক।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৫২টি এবং স্থগিত ও বাতিল দল রয়েছে চারটি।
নিবন্ধিত দলগুলোর জন্যে প্রতীক সংরক্ষিত রয়েছে। এ তালিকা থেকে নতুন নিবন্ধন পেলে তাদের যেমন বরাদ্দ দেওয়া হবে, তেমনি স্বতন্ত্র প্রার্থীদেরও ভোটে প্রতীক দেওয়া হবে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক তালিকার গেজেট করেছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।
নানা সমালোচনার মধ্যে ১৫টি প্রতীক বাদ দেওয়া হয় সে তালিকা থেকে এবং নতুন তালিকায় যুক্ত করা হরো ১৯টি প্রতীক।
'শাপলা কলি' প্রতীক যুক্ত করার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশন এর আগের তফসিল সংশোধন করে কয়েকটি পুরনো প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করেছে।
তিনি বলেন, 'কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় কমিশন মনে করেছে কিছু পরিবর্তন করা প্রয়োজন। সে বিবেচনায় ১১৯টি প্রতীক নিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'শাপলা কলি' প্রতীক যুক্ত করা কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে নয়, বরং কমিশনের নিজস্ব বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।
কারো চাপে প্রতীক তালিকায় 'শাপলা কলি' যুক্ত করা হয়নি বলে জানান ইসি সচিব।
তিনি বলেন, 'নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলটা সংশোধন করা হয়েছে। আগে ১১৫টি প্রতীক ছিল, তার থেকে আমরা ১৫টি প্রতীক বাদ দিয়ে এবং নতুন করে কিছু যুক্ত করে ১১৯টি প্রতীকের তালিকা দিয়েছি।'
তিনি আরও বলেন, 'ইসি মনে করেছে 'শাপলা কলি' রাখা যেতে পারে, এটা কারোর কোনো দাবির বিষয়ে না। এনসিপি 'শাপলা' প্রতীক চেয়েছে, শাপলা আর শাপলা কলির ভিতরে পার্থক্য আছে।'
ইসি সচিব বলেন, 'শাপলা ও কলি এক নয়। কারো চাপে আমরা শাপলা কলি যুক্ত করিনি। কমিশন মনে করেছে তাই শাপলা কলি যুক্ত করেছে।'
