বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন নতুন গেজেটে তাদের দলকে শাপলা কলি প্রতীক দিয়েছে। কমিশন এটি কোন ভিত্তিতে নির্ধারণ করেছে, তা তাদের বোধগম্য নয়। তবে শাপলা প্রতীক নিয়ে তারা আপসহীন অবস্থানে আছেন।
তিনি বলেন, 'ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিম্নকক্ষে পিআরের কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে। এটা এক ধরনের ভণ্ডামি।'
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে 'জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
পাটওয়ারী বলেন, 'কমিশনকে শাপলা সম্পৃক্ত করে নতুন গেজেট দিতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে চাই। অন্যথায় কমিশন কার্যালয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নেব।'
তিনি আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম অনৈক্যের সৃষ্টি করেছে বিএনপি। আমরা মনে করি, সুপারিশকৃত সনদ বাস্তবায়নে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে সরকারকে। এতে সই করার একমাত্র এখতিয়ার ড. মুহাম্মদ ইউনূসের। এখানে চুপ্পুর (রাষ্ট্রপতি) কোনো ক্ষমতা নেই, কারণ সে একজন খুনি।'
তিনি অভিযোগ করেন, 'বিএনপি পিএসসিতে নোট অব ডিসেন্ট দিয়েছে ভাইয়াগিরি করার জন্য। নতুন বাংলাদেশে এমনটি করতে দেওয়া হবে না। ঐকমত্য কমিশনে বিএনপি যদি কিছু করতে চায়, তরুণরা প্রতিহত করবে।'
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, 'জাতীয় পার্টির বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে হবে। জামায়াত বোঝাতে চায় তারা সংস্কারের পক্ষে, কিন্তু আসলে তারা কিছু আসন বাগিয়ে নেওয়ার জন্য এ ধরনের কথা বলছে। আর বিএনপি সরাসরি বিপক্ষে। সে হিসেবে বিএনপি কিছুটা পরিষ্কার। তবে বিএনপি ও জামায়াত মুখে বিরোধের কথা বললেও তারা আসন নিয়ে দরকষাকষি করছে। জামায়াত একাত্তরে ভুল করেছে, এখনও তাদের ওপর সেই ভূত চেপে আছে। এ পরিস্থিতিতে এনসিপির জন্য সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে।'
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন বলেন, 'কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি প্রতীক দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল- যেমনটি বড় দলগুলো আমাদেরকে মূল্যায়ন করে থাকে। এটি এক ধরনের বৈষম্য।'
আরেক যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, 'আমরা জুলাই সনদে সই করতে চাই, তবে তার আগে বাস্তবায়নের পথরেখা সুস্পষ্ট করতে হবে।'
