ঢাকায় পৌঁছেই প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
ঢাকায় পৌঁছেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন এবং তাকে ধন্যবাদ জানান।
তাদের কথোপকথনের একটি ভিডিও তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভিডিওতে মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানকে কুশল বিনিময় ও ধন্যবাদ জানাতে শোনা যায়। এ সময় নিজের ও পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যবস্থার জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ দুপুরে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা তাকে বরণ করে নেন।
