তারেক রহমানের প্রত্যাবর্তন: স্বেচ্ছাশ্রমে জনসমাগমের বর্জ্য সরাবে ঢাকা মহানগর উত্তর বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে নজিরবিহীন জনসমাগম দেখা গেছে। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকা মহানগরী যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এই বিশাল জনসমাগমের ফলে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, তা ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে দলের মনোনীত প্রার্থী আমিনুল হক। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভূতপূর্ব জনসমাবেশে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সকল বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।'
তিনি আরও জানান, এই পরিচ্ছন্নতা কার্যক্রমটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হবে।
