এনসিপির আপসহীন অবস্থানের কারণে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সম্ভব হয়েছে: নাসীরুদ্দীন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপির আপসহীন অবস্থানের ধারাবাহিকতায় জাতীয় ঐকমত্য কমিশন গতকাল সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সংবলিত সুপারিশপত্র জমা দিয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমরা মনে করি, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে এনসিপির অনড় অবস্থানের ফলেই এটি সম্ভব হয়েছে। পাশাপাশি আমরা ঐকমত্য কমিশনের আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।'
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'সুপারিশগুলো বাস্তবায়নে দেরি না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।'
এনসিপি মুখ্য সমন্বয়ক আরও বলেন, 'ঐকমত্য কমিশনের সুপারিশ করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি (প্রস্তাব–১) গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ সইয়ের বিষয়ে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে।'
তবে নাসীরুদ্দীন প্রস্তাব–১–এর কিছু ভাষাগত অস্পষ্টতার দিকও তুলে ধরেন।
