যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল আবারও বন্ধ
মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার রাত ৯টার পর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমএমটিসিএল) এক কর্মকর্তা টিবিএসকে জানান, যান্ত্রিক কারণে এই অংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল থেকে নিয়মানুযায়ী পুরো রুটে ট্রেন চলবে।
অন্যদিকে, উত্তরা থেকে আগারগাঁও ও শাহবাগ থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে বেলা ৩টার দিকে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয় সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে।
