জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে দ্রুতই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যোগাযোগ করার তাগিদও দিয়েছে তারা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ এ কথা জানান।
এর আগে সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় ঐকমত্য কমিশন।
আলী রীয়াজ বলেন, 'আজকেই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা পৌঁছে দেয়া হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়; এমন সব বিষয় সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'সংবিধানসংশ্লিষ্ট ৪৮টি বিষয়ে আইনি ভিত্তি ও বাস্তবায়নের পথনির্দেশ করার জন্য কমিশন সুনির্দিষ্ট সুপারিশ করেছে। এজন্য সরকারের কাছে দুটো বিকল্প হাতে আছে। জনগণের মতামতের ভিত্তিতেই এগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে যাবে।'
আলী রীয়াজ বলেন, 'আগামী জাতীয় সংসদের প্রথম ৯ মাসের মধ্যে গঠন করা হবে সংবিধান সংস্কার পরিষদ। এই সংসদ জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। যদি পরিষদ ২৭০ দিনের মধ্যে কাজ শেষ না করে, তাহলে জুলাই সনদে উল্লিখিত বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে।'
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, 'যারা এখনও স্বাক্ষর করেননি, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। এনসিপির সঙ্গেও যোগাযোগ হয়েছে এবং চলছে। আশা করি, তারাও শিগগিরই সনদে স্বাক্ষর করবে।'
