এক ভোটের সঙ্গে আরেক ভোট মিলিয়ে ফেললে গুরুত্ব হারাতে পারে, গণভোট আগে হওয়া উচিত: শিশির মনির
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সুপ্রীম কোর্টের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত বলে তিনি মনে করেন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
শিশির মনির বলেন, 'একটা ভোটের সঙ্গে আরেকটা ভোট মিলিয়ে ফেললে গুরুত্ব হারাতে পারে। এটা মেজর বিষয়। আমরা এখনো মনে করি গণভোট আগে হওয়া উচিত। এখনো সময় আছে। নভেম্বরের শেষে গণভোট অনুষ্ঠিত হতে পারে। আবার ডিসেম্বেরের প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লায়ারের কথা বলা হয়েছে সেটাও হতে পারে।'
'অতীতে যেসব গণভোট হয়েছে সেখানে ২১ দিন, ১৯ দিন, ২৯ দিন এই সময়ের মধ্যে হয়েছে। আজ অক্টোবরের ২৮ তারিখ। সুতরাং নভেম্বরের শেষে এই গণভোট হতে কারো কোনো আপত্তি থাকার কথা না। কারণ, এখানে সবকিছুই প্রস্তুত। এখানে পক্ষ-বিপক্ষ, নমিনেশন কিছু নেই। চাইলেই এটা করা যেতে পারে', বলেন এই আইনজীবী।
উল্লেখ্য, আজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন। সেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে।
