সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে উপস্থিত ছিলেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় বৈঠক শুরু হয়। প্রায় ১ ঘণ্টা ধরে এ বৈঠক হয়। বৈঠক শেষে বেলা ১টা ৫ মিনিটের দিকে তিন বাহিনী প্রধানরা নির্বাচন কমিশন ভবন ছেড়ে যান। তবে বৈঠক শেষে তিন বাহিনীর প্রধান কোনো ব্রিফ করেননি সাংবাদিকদের।
এদিকে দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উচ্চ পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।
তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর আড়াইটার বৈঠকে নির্বাচন-পূর্ব সময়ের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, ভোটের দিন ও পরবর্তী সময়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার কৌশল, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন ও যৌথ বাহিনীর সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য প্রণীত 'আচরণবিধিমালা–২০২৫' যথাযথভাবে বাস্তবায়নের বিষয়টিও পর্যালোচনা করা হবে বলে ইসি সূত্রে জানাগেছে।
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এ উচ্চ পর্যায়ের বৈঠক হবে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাদের উপযুক্ত প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; পুলিশ মহাপরিদর্শক (আইজিপি); এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার উপস্থিত থাকবেন ওই বৈঠকে।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সভা শেষে ইসি ব্রিফ করবে।
