তিন বাহিনীর প্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে আজ (২১ ডিসেম্বর) বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
এদিন দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারসহ শীর্ষ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।
আজ শনিবার মো. রুহুল আমিন মল্লিক জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানেরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে গণমাধ্যমে ব্রিফ করা হবে।
এদিকে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, বৈঠকে নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা, ভোটের দিন ও পরবর্তী সময়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং যৌথ বাহিনীর সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
পাশাপাশি প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য প্রণীত 'আচরণবিধিমালা–২০২৫' যথাযথভাবে বাস্তবায়নের বিষয়টিও পর্যালোচনা করা হবে।
ইসি জানিয়েছে ভোটের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবার প্রায় ১৩ কোটি ভোটারের জন্য ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র ও প্রায় দুই লাখ ৬০ হাজার ভোটকক্ষ থাকবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
মোট সাত লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্য থাকবেন প্রায় সাড়ে পাঁচ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড দায়িত্বে থাকবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে।
