জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হবে: প্রধান উপদেষ্টা
 
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই হস্তান্তর অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এই স্বাগত বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সংবাদ মাধ্যমে সরবরাহ করেছে।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, 'আজ একটি মহান ঐতিহাসিক দিবস। যেটা শুরু হয়েছিল অভ্যুত্থান দিয়ে। তারপর জুলাই ঘোষণা, এরপর জুলাই সনদ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া, এটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ঐতিহাসিক পরিবর্তন।'
তিনি বলেন, 'ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে, সেটা বাস্তবায়নের প্রক্রিয়া যদি সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিতে পারি; তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে।'
ড. ইউনূস বলেন, 'আমরা অতীত থেকে মুক্ত হতে চাই। নতুনভাবে বাংলাদেশ গড়ার কাজে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে, তার ওপরে।'
এ সময় তিনি ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ ও অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানান।

 
             
 
 
 
 
