২০ বছর পর অনুষ্ঠিত হলো জেইসি বৈঠক, বাংলাদেশি পাট আমদানিতে আগ্রহ পাকিস্তানের
২০ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে বাংলাদেশ থেকে পাট আমদানির আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।
সোমবার (২৭ অক্টোবর) দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের পর পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এ তথ্য নিশ্চিত করেন।
২০০৫ সালের পর এটাই দুই দেশের মধ্যে প্রথম জেইসি বৈঠক। নবম জেইসি বৈঠকটি আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তান পক্ষের নেতৃত্বে ছিলেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী।
বৈঠকটির মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পাবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানান, বৈঠকে কৃষি, খাদ্যপ্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি ও ওষুধশিল্পসহ বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানি প্রতিনিধি দল জানায়, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এখনো এক বিলিয়ন ডলারের নিচে, এটি বাড়ানো উচিত। আমরা বাংলাদেশ থেকে পাটসহ কৃষিপণ্য আমদানি বাড়াতে চাই।
তিনি আরও জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণে কোথায় সম্ভাবনা আছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরও আলোচনা হবে।
