বিএনপি সরকার গঠন করলে গ্রামে গ্রামে হেলথ কেয়ার গড়ে তোলা হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে গ্রামে 'হেলথ কেয়ার' কেন্দ্র গড়ে তোলা হবে। এসব কেন্দ্রে মা-বোনেরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে পারবেন।
শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তারেক রহমানের পাশে ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তারেক রহমান বলেন, 'বাংলাদেশের প্রত্যেক মানুষের চিকিৎসা সুবিধা পাওয়ার অধিকার আছে। উন্নত বিশ্বে এটি করা হয়। আমাদের দেশের আয়তন ছোট হলেও জনসংখ্যা বেশি, ফলে সরকারি হাসপাতাল থেকে সবার জন্য চিকিৎসাসেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এ জন্য আমরা কিছু পরিকল্পনা করেছি। সরকার গঠন করতে পারলে এলাকাভিত্তিক হেলথ কেয়ার কেন্দ্র তৈরি করা হবে।'
তিনি আরও বলেন, 'গ্রামের মা-বোনেরা এসব কেন্দ্রে গিয়ে পরামর্শ নিতে পারবেন। আমরা যদি ধীরে ধীরে একটি সুস্থ পরিবার, একটি উপজেলা, এরপর একটি জেলা—এভাবে গোটা দেশকে গড়ে তুলতে পারি, তাহলে আমরা সবাই সুস্থ থাকব।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'আমাদের আরেকটি পলিসি হলো স্বাস্থ্যখাতে প্রাইভেট ও পাবলিক পার্টনারশিপ। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ তৈরি করতে ৪-৫ বছর লেগেছে। সরকারি স্বাস্থ্যখাতে যে অবকাঠামো গড়ে উঠেছে, প্রায় একই রকম অবকাঠামো এখন প্রাইভেট সেক্টরেও তৈরি হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমরা পরিকল্পনা করেছি, প্রাইভেট হাসপাতালে যে যন্ত্রপাতি আছে, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। কোনো হাসপাতালে যদি এমন একটি মেশিন থাকে যা ১০০ জনকে সেবা দিতে পারে কিন্তু ৫০ জন রোগীই পায়, তাহলে আমরা বাকি ৫০ জন রোগী পাঠিয়ে দেব। খরচ আমরা বহন করব। ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন ক্ষেত্রে হাসপাতালগুলোর সক্ষমতা অনুযায়ী রোগী ভাগ করে দেওয়া হবে।'
তারেক রহমানের ভাষায়, 'আমরা সরকার গঠন করতে পারলে তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের সব মানুষকে চিকিৎসা সেবার আওতায় আনতে পারব।'
নারীদের স্বাবলম্বী করে তুলতে বিএনপির পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, 'আমরা সরকার গঠন করলে পরিবারের মা বা নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। কৃষকদের মতো নারীরাও পাবেন ফারমার্স কার্ড।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। তিনি চিকিৎসা ক্যাম্প সফলভাবে আয়োজন করায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজক, চিকিৎসক, স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ আলমগীর পাভেল, 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন ও ড্যাব নেতা ডা. ইউনুস আলী।
মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে হৃদরোগসহ বিভিন্ন রোগ নির্ণয় ও ওষুধ বিতরণ সেবা দেওয়া হয়। দিনব্যাপী ক্যাম্পে প্রায় ৭ হাজার রোগী চিকিৎসাসেবা নেন।