জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাপত্র থাকায় স্বাক্ষরের সিদ্ধান্ত গণফোরামের

জুলাই জাতীয় সনদ-২০২৫-এ স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত থাকায় এতে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। এর আগে ২৫টি রাজনৈতিক দল ইতোমধ্যেই এই সনদে স্বাক্ষর করেছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের কার্যালয়ে স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হবে।
এ বিষয়ে গণফোরামের সভাপতি পরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের নিকট বই আকারে দেওয়া হয়েছে। সেখানে ১৯৭১ সালের ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র রাখা হয়েছে। এই কারণে আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছি।'