জাতীয় নির্বাচন: ৫১টি দলের ও ৪৭৮ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী এবং ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, '৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। এছাড়া ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।'
ইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র থেকে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিএনপি সর্বোচ্চ ৩৩১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি, জাতীয় পার্টি ২২৪টি, গণঅধিকার পরিষদ ১০৪টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯ টি। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আটটি নিবন্ধিত দলের কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
প্রসঙ্গত, গতকাল (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ শেষ হয়েছে।
