বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়ার বিকল্প প্রার্থীরা
বগুড়া-৭ (শাহজাহানপুর-গাবতলী) ও দিনাজপুরে ৩ আসনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দুটি আসনেই 'বিকল্প প্রার্থী' রেখেছে বিএনপি।
বগুড়া-৭ আসনে বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন তোলার পর মোরশেদ মিল্টন বলেছিলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই চেয়ারপারসনের আসনে আমার পক্ষে আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-৩ (সদর), অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করা আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র।
গতকাল দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর-৩ আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীত হন। তবে তিনি তখন শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
